ভিনগ্রহীদের ঘাঁটাতে যাবেন না, তারা আমাদের অস্তিত্ব মুছে দিতে পারেঃস্টিফেন হকিং।
ভিনগ্রহীদের ঘাঁটাতে যাবেন না, তারা আমাদের অস্তিত্ব মুছে দিতে পারেঃস্টিফেন হকিং।
এলিয়েনদের বিষয়ে আবারও সতর্ক করলেন বিজ্ঞানী স্টিফেন হকিং। কোনোভাবেই এলিয়েনদের সঙ্গে যোগাযোগ না করতে তিনি বিজ্ঞানীদের পরামর্শ দিয়েছেন। তিনি বলেছেন, প্রযুক্তির দিক থেকে এলিয়েনরা আমাদের চেয়ে অনেক
এগিয়ে। তারা যদি যোগাযোগের চেষ্টা করে, তাহলে তাদের সিগনালে সাড়া দেয়া ঠিক হবে না। কারণ ওরা যদি জেনে
যায় এই পৃথিবীতে মানুষ আছে, তাহলে হিতে বিপরীত হতে পারে।এর ব্যাখ্যায় প্রবাদপ্রতিম এই ব্রিটিশ পদার্থবিজ্ঞানী বলেছেন, ভিনগ্রহীদের সঙ্গে আমাদের প্রথম যোগাযোগের সময়ের
অবস্থাটা হবে আমেরিকা আবিষ্কারের মতো। ক্রিস্টোফার কলম্বাস প্রথম আমেরিকার ভূখণ্ডে নামার পর সেখানকার আদি
আমেরিকানরা তার সঙ্গে ঠিক যে ব্যবহারটা করেছিল, ভিনগ্রহীরাও আমাদের সঙ্গে তেমনটাই করতে পারে. ‘স্টিফেন হকিং’স ফেভারিট প্লেসেস’ নামের একটি নতুন অনলাইন ফিল্মে এই পরামর্শ দিতে দেখা গেছে হকিংকে। ওই
ফিল্মে ‘এসএস হকিং’ নামের একটি মহাকাশযানে চাপিয়ে দর্শকদের নিয়ে যাওয়া হয় হকিংয়ের পছন্দ করা ব্রহ্মাণ্ডের
পাঁচটি জায়গায়। দেখানো হয় ওই মহাকাশযানটি উড়ে যাচ্ছে ১৬ আলোকবর্ষ দূরের একটি ভিনগ্রহের পাশ দিয়ে। যার
নাম- ‘গ্লিয়েস ৮৩২-সি’। পৃথিবীর মতো বাসযোগ্য হওয়ার যথেষ্ট সম্ভাবনা রয়েছে এই ভিন গ্রহে।
হকিং বলেছেন, যতই বয়স বাড়ছে, এলিয়েনদের ব্যাপারে আমার বিশ্বাস আরও জোরালো হচ্ছে। এখন আমি আরও
জোরালো ভাবে বলছি, মহাজগতের কোথাও না কোথাও ভিনগ্রহীরা আছে।
গত বছরও এলিয়েনদের নিয়ে কথা বলেছিলেন হকিং।
রবিবার বিশ্বের বৃহত্তম রেডিও টেলিস্কোপ বসানো হয়েছে। এর কাজই হবে ভিনগ্রহীদের খুঁজে বের করা।
ভিনগ্রহীদের ঘাঁটাতে যাবেন না, তারা আমাদের অস্তিত্ব মুছে দিতে পারেঃস্টিফেন হকিং।
Reviewed by নাঈম হাসান
on
১২:০৪ AM
Rating:
কোন মন্তব্য নেই