SSC তে আর্টস কমার্স থাকলে HSC তে কেমিস্ট্রি,মাইক্রোবায়োলজি,ফার্মেসী, প্যাথলজী এসব ডিপার্টমেন্টে পরতে পারবে না। আবার ভার্সিটিতে কেমিস্ট্রি,মাইক্রোবায়োলজি,ফার্মেসী, প্যাথলজী এসব ডিপার্টমেন্টে পরতে হলে SSC,HSC ২টাতেই সাইন্স বাধ্যতামুলক।কিন্তু আর্টস কমার্স থেকে সাইন্স এর সাবজেক্ট এ পড়তে তা সরকার দেয় নাই।।।। কিন্তু কারিগরি বোর্ড মেডিকেল কোর্স অনুমোদন দেয় (যদিও কারিগরি বোর্ড সব প্রতিষ্ঠান সরকারি এমনকি ৬ মাস এর কোর্স গুলো) কিন্তু কারিগরি বোর্ড এর ডিপ্লোমা মেডিকেল ইন্সটিটিউট তা একটাও প্রতিষ্ঠান সরকারি ভাবে না সম্পূর্ন অবৈধ ভাবে। যেখানে আর্টস কমার্স থেকে কেমিস্ট্রি,মাইক্রোবায়োলজি,ফার্মেসী, প্যাথলজী এসব ডিপার্টমেন্টে পরতে পারবে এমনকি বুড়া বয়সেও।।।। সরকার তথা কারিগরি বোর্ড এখান থেকে সাইন্স ছাড়াই পরতে পারতেছে এটা বৈধ দিলে hsc তেও আর্টস কমার্স থাকলেও সাইন্সে পরতে দিতে হবে। নতুবা কারিগরি বোর্ড এর এই অবৈধ কোর্স বন্ধ করে দিতে হবে।।।সরকারের দৃষ্টি রইল।।।।।
Reviewed by নাঈম হাসান
on
২:১৭ PM
Rating:
কোন মন্তব্য নেই